নিজস্ব প্রতিবেদক, লালপুর, নাটোর॥
করোনা ভাইরাসের অজুহাতে কৃত্তিম সংকট তৈরী করে কেউ যাতে দ্রব্যের মূল্যবৃদ্ধি করতে না পারে সেই লক্ষে লালপুর বাজার মনিটরিং করেছেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি।
২১ মার্চ ২০২০ শনিবার দুপুরে লালপুর বাজারের নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের বাজার দর মনিটরিং করেন। এসময় বাজারে চাল, ডাল, আটা, পেয়াজ, রসুন, আদা, আলু, তেল, মসলা সহ কাঁচা বাজার ঘুরে দেখেন এবং দোকানে মূল্য তালিকা ঝুলিয়ে রাখার নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর থানার ওসি (তদন্ত) মনোয়ারুজ্জামান, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাংগঠনিক সম্পাক খায়রুল বাসার ভাদু, জেলা তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা প্রমূখ। এছাড়াও সাংবাদিক ও ব্যবসায়ী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।