নাটোর অফিস॥
নাটোরে বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে খোকন হোসেন নামের এক আড়ৎদারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া চালসহ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে জেলার ৭টি উপজেলায় একযোগে বাজার মনিটরিংয়ে নামেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ।
আজ শনিবার(২১শে মার্চ) দুপুরে শহরের স্টেশন বাজার কাঁচাবাজারে অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে জরিমানা করেন সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান বলেন, শহরের স্টেশন বাজারের আড়ৎদার ও ভাই ভাই ট্রেডার্সের সত্বাধিকারী খোকন হোসেন প্রতিকেজি পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রি করছিলেন বলে অভিযোগ ছিলো। একজন আড়ৎদার হিসেবে তিনি ২০ টাকা বেশি দামে কেজিপ্রতি পেঁয়াজ বিক্রি করছিলেন। বাজার মনিটরিংয়ে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।