নাটোর অফিস॥
গত ২৪ ঘন্টায় নাটোর জেলায় নতুন করে আরো ৫৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
নাটোর সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ পর্যন্ত বিদেশ ফেরত ৭৯ জনকে নতুন করে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছিল। এদের মধ্যে আগের ২০ জনের ১৪দিন মেয়াদ পার হওয়ায় ওই ২০ জনকে রিলিজ দেয়া হয়েছে। বর্তমোট ৫৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
নাটোরের সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান জানান, হোম কোয়ারেন্টাইনে কাউকে কোভিড-১৯ আক্রান্ত রোগী পাওয়া যায়নি। নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। যাতে কেউ আক্রান্ত হলে তা ছড়িয়ে পড়তে না পারে।