নাটোর অফিস॥
সদ্য আগত ৩০ জনসহ নাটোরে বিদেশ ফেরৎ ৫০ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ইনকিউবেশন প্রিয়ড শেষ হওয়ায় ৭ ব্যক্তিকে স্বাভাবিক চলাচলের অনুমতি দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর আগে গতকাল (১৯শে মার্চ) পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ছিলো ২৫ জন।
আজ শুক্রবার(২০ই মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান।
সিভিল সার্জন জানান, ৭ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। তাদের মধ্যে কোভিড-১৯ এর কোন চিহ্ন দেখা না যাওয়ায় আজ থেকে স্বাভাবিকভাবে চলাফেরা করতে বলা হয়েছে।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, করোনা মোকাবিলায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ প্রস্তত রয়েছে। অহেতুক আতংকিত না হয়ে সকলকে সতর্কতার সাথে চলাফেরা এবং পরিচ্ছন্ন থাকতে অনুরোধ জানানো হচ্ছে।