নিজস্ব প্রতিবেদক,সিংড়া ,নাটোর
“সবাই মিলে শপথ করি, পরিচ্ছন্ন দেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরের সিংড়ায় পরিবেশ পরিস্কার পরিচ্ছন্নতা দিবস পালিত হয়েছে। সারা দেশের ন্যায় উপজেলা বিভিন্ন শিক্ষা পতিষ্ঠানে এই কর্মসূচি পালন করা হয়। সোমবার সকালে জয়নগর তাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন বানু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, অত্র প্রতিষ্ঠানের সভাপতি খবির উদ্দিন সরদার, প্রধান শিক্ষক মহসিন আলী, সাংবাদিক ও পরিবেশ কর্মী সাইফুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে ইউএনও মোছা: নাসরিন বানু বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও রোগ প্রতিরোধে সর্বদা সকলকে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। মাদক, বাল্য বিবাহ ও ইভটিজিং বন্ধ করার পাশাপাশি শিক্ষার্থীদের চিন্তাধারাকে আরো উন্নত করতে হবে, স্বপ্ন দেখতে হবে।