নাটোর অফিস॥
আড়াই ঘন্টা বন্ধ থাকার পর নাটোরের সাথে ঢাকা ও দক্ষিনাঞ্চলের ট্রেন চলাচল আবারও শুরু হয়েছে। নাটোর রেল ট্রেশনের মাস্টার অশোক কুমার চক্রবর্তী দুপুর ১টায় ট্রেন চলাচল শুরুর সত্যতা নিশ্চিত করেছেন।
আজ সোমবার(২রা মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে নাটোরের জংলি রেলক্রসিংয়ের অদুরে কৈগাড়ি কৃষ্টপুর এলাকায় রাজশাহীগামি উত্তরা এক্সপ্রেস ট্রেনের সাথে পাওয়ার ট্রলির সংঘর্ষ হলে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় ট্রলি চালক সহ২ জন আহত হয়। এতে করে ঢাকা ও দক্ষিনাঞ্চলের সাথে নাটোরসহ উত্তরাঞ্চলের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে বেলা সাড়ে ১২টার দিকে বিকল হওয়া ট্রেনের ইঞ্জিনসহ ট্রেনটিকে অন্য একটি ইঞ্জিনের সাহায্যে পিছন থেকে ট্রেনে নাটোর স্টেশনে টেনে আনার পর এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পাওয়ার ট্রলিটি একটি গ্রামীন কাঁচা সড়ক দিয়ে রেল লাইন পার হচ্ছিল। এসময় ট্রেনের সাথে ট্রলির ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে অপর একটি ইঞ্জিন দিয়ে বিকল ইঞ্জিন সহ ট্রেনটিকে পুনরায় নাটোর স্টেশনে আনা হয় বলে জানান নাটোর রেল ট্রেশনের মাস্টার অশোক কুমার চক্রবর্তী।