নাটোর অফিসঃ
তখন জাতীয় বীমা দিবসের অনুষ্ঠান চলছে নাটোর এন এস সরকারী কলেজ মিলনায়তানে। ডায়াসে বীমার গুরুত্ব নিয়ে বক্তব্য দিচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম। মঞ্চে উপবিষ্ট জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সুবিধ কুমার মৈত্রসহ বিভিন্ন ইন্সুরেন্স কোম্পানির প্রতিনিধিগণ।
হঠাৎ করেই আলোচনা সভার মঞ্চে এসে উপস্থিত এক ছাগল। সাথে সাথে দর্শক সারিতে বসা এক ব্যক্তি সেলফোনে মঞ্চে ছাগলের উপস্থিতির মুহূর্তটি ক্যামেরাবন্দী করে। এ নিয়ে কিছু সময়ের জন্য হাস্যরসের সৃষ্টি হয় মিলনায়তন জুড়ে। রসিকতা করে উপস্থিত অনেককে বলতে শোনা যায় ছাগল মহাশয় বীমা করতে এসেছে।
তখন পর্যন্ত এই হাস্যরস চার দেয়ালেই সীমাবদ্ধ। দুপুরের পর থেকে হঠাৎ সেই ছাগলের ছবি চলে আসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। অল্প সময়ের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। ফেসবুক ব্যবহারকারীরা নানারকম মন্তব্য করতে থাকেন ছবিটিতে।
ইশতিয়াক আহমেদ নামে এক ব্যক্তি লিখেন, বীমার গুরুত্ব মানুষ ঠিকঠাক বুঝতে না পারলেও ছাগল ঠিকই বুঝতে পেরেছে।
অপর এক ব্যক্তি মন্তব্য করেন, সচেতন ছাগল।
অঞ্জন চৌধুরী নামে এক ব্যক্তি বলেন, সম্প্রতি ফেসবুকে একটি ছবিতে দেখলাম রেলগেটের সিগনালে একটি গরু দাঁড়িয়ে পড়েছে অথচ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ঠিকই রেল লাইন ক্রস করছে। সেরকমটা আজও হল। প্রতীকি অর্থে হলেও এটা আমাদের বুঝতে হবে যে, সরকারের আহ্বানে সাড়া দিয়ে বীমা পলিসি গ্রহণ করতে হবে।
সভামঞ্চে ছাগল প্রবেশের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মিলনায়তনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মচারীরা। আগামীতে এমন অনাকাঙ্খিত ঘটনার ব্যাপারে সতর্ক থাকার কথা জানিয়েছেন তারা।
এর আগে রোববার “বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি” প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে কানাইখালি স্টেডিয়াম মাঠ এলাকা থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্ত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নাটোর সিরাজ-উদ-দৌলা কলেজে গিয়ে শেষ হয়।