নাটোর অফিস॥
নাটোরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে।
একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহরের কানাইখালী কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এরপর জেলা প্রশাসক মোঃশ শাহরিয়াজের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার লিটন কুমার সাহার নেতৃত্বে জেলা পুলিশসহ জেলার অনান্য সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠান।
প্রথম প্রহরে সিংড়া কোর্ট মাঠ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া গুরুদাসপুর ও বাগাতিপাড়ায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নাটোর-৪ আসনের সাংসদ আব্দুল কুদ্দুস ও নাটোর-১ আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল।
পরে বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।