নাটোর অফিস॥
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজসহ উচ্চশিক্ষার বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে নাটোর জেলার শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত সহযোগিতা দিতে এগিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতি।
আজ বুধবার এ কার্যক্রমের অংশ হিসেবে দিঘাপতিয়া এম কে অনার্স কলেজের অর্ধশতাধিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সংক্রান্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন দিঘাপতিয়া এম কে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটোর জেলা ছাত্র কল্যান সমিতির সহ-সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল রাফি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটোর জেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ মজনু আলম।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিকট বিভিন্ন প্রতিষ্ঠানের ভর্তির নিয়মাবলী ও আনুষাঙ্গিক বিষয়াবলী সম্পর্কে অবহিত করেন সংগঠনটির নেতৃবৃন্দ। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা।
আয়োজনে সার্বিক সহযোগিতা করেন কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।