নাটোর অফিস॥
নাটোরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রতি উপজেলা হতে বছরে গড়ে ১০০০ জন দক্ষ যুবক ও যুব মহিলাকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষে এই সেমিনার ও প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের আথিক সহায়তায় নাটোরের জেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপসচিব মোহম্মদ শাহিন।
কর্মশালায় প্রেস ব্রিফিংয়ে জানানো হয় প্রতি বছর সরকার দেশের প্রত্যেক উপজেলা থেকে এক হাজার করে দক্ষ কর্মী পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে। সে লক্ষ্যে গত বছর নাটোর জেলা হতে ২ হাজার ৭৯৪ জন কর্মী বিদেশ গমন করেন।
অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান এবং সদর উপজেলার সকল ইউপি চেয়াম্যান,পৌর ওয়ার্ড কাউন্সিলর,সরকারী কর্মকর্তা ও সাংবাদিক সহ শতাধিক প্রতিনিধি অংশ নেন।