নাটোর অফিস॥
নাটোরের নবাব সিরাজ উদ-দৌলা সরকারী কলেজের ঐতিহ্যবাহী হিসাববিজ্ঞান বিভাগের বাৎসরিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাসফরটি দিনশেষে প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।
বৃহষ্পতিবার দিনব্যপী নাটোর বঙ্গজ্জ্বল রাজবাড়ির মুক্তমঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শামসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক আশীষ কুমার স্যান্যাল। এছাড়া অনান্যদের মধ্যে যোগ দেন কলেজের উপাধ্যক্ষ আব্দুল মোত্তালেব, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধাপক জহুরুল ইসলাম শ্যামল, সেনা কল্যান সংস্থার নাটোর জোনের সহকারী বিপণন কর্মকর্তা আ ফ ম আল রিয়াদ খানসহ শিক্ষকবৃন্দের পরিবারের সদস্যরা।
হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল লতিফ মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক এম এ তৌফিক। সার্বিকভাবে তাদের সহযোগিতা করেন সহকারী অধ্যাপক দীপক কুমার ঘোষ, প্রভাষক সুজন হোসেন ও আহসান হাবীব। শিক্ষাজীবনের স্মৃতিচারণে অংশ নেন প্রাক্তন ছাত্র গোয়েন্দা কর্মকর্তা নাজমুল হাসান, ব্যাংক কর্মকর্তা রাজন কুমার, জাগোনাটোর২৪ ডটকম সম্পাদক সাংবাদিক নাইমুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে র্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।