প্রতিনিধি, সদর॥
তাবলীগের পরামর্শ চলাকালে সন্ত্রাসী হামলায় দুইজন আহত হওয়ায় ক্ষোভপ্রকাশ করে সংবসদ সম্মেলন করেছেন নাটোর তাবলীগের একাংশ।
বৃহস্পতিবার দুপুরে নাটোর প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় কাকরাইল কমিটির সদস্য মাওলানা মুফতি শফি কাশেমী,জেলা মারকাজের সদস্য মাওলানা আবুল কালাম আজাদ,মাওলানা সিহাব উদ্দিন ও মাওলানা রফিকুল ইসলাম।
লিখিত বক্তব্যে বক্তারা দাবী করেন,শহরের তেবাড়িয়া মসজিদে সাপ্তাহিক পরামর্শ সভা চলছিল গত ১৯ জুন। এসময় সাদপন্থি শরিয়তুল্লা শেখ, তার ছেলে রিপন ও সালমান পরিকল্পিতভাবে আক্রমন চালায়। এসময় মুফতি শফি কাছেমী ও মাওলানা আব্দুল আওয়ালকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়।
তারা দাবী করেন,তাদের ওপর আক্রমনের সময় সাদপন্থি জেলা ও দায়রা জজ রেজাউল করিম উপস্থিত ছিলেন। তার মদদেই এই আক্রমন করা হয়েছে বলে দাবী করেন তারা।
বক্তাদের দাবী, মাওলানা সাদকে সরকার নিষিদ্ধ করেছেন। অথচ,সৈয়দ ওয়াসিকুল ইসলাম ঢাকায় বসে সাদের,আর শরিয়ত উল্লা শেখ নাটোরে বসে ওয়াসিকুলের প্রতিনিধিত্ব করছেন। তারা শান্তিপ্রিয় তাবলীগ সদস্য হিসেবে দাবী করে আক্রমনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাদপন্থিদের কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবী জানান।