নাটোর অফিস॥
রোলার স্যাপ বিকল হয়ে দুই দিন ধরে নাটোর চিনিকল উৎপাদন বন্ধ রয়েছে। উৎপাদন বন্ধ থাকায় দুইদিনে চিনি উৎপাদন কমেছে ১৮০ টন। চলতি মৌসুমে উৎপাদনের ৭৩ তম দিনে প্রথমবারের মতো উৎপাদন বন্ধের ঘটনা ঘটলো নাটোর চিনিকলে।
আজ বৃহষ্পতিবার(৩০শে জানুয়ারী) বিকেলে এ তথ্য জানিয়েছেন নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম জিয়াউল ফারুক।
জানা যায়, গত ২৮শে জানুয়ারী মঙ্গলবার দুপুরে হঠাৎ করে আখ মাড়াইয়ের প্রথম ধাপের যন্ত্রাংশ হিসেবে পরিচিত ২ নং মিল হাউজের রোলার বিকল হয়ে যায়। এতে সাথে সাথে বন্ধ হয়ে যায় আখ মাড়াই কার্যক্রম। শুধু পাইপলাইনে থাকা মোলাসেস প্রক্রিয়াজাত করেই বন্ধ হয়ে যায় চিনি উৎপাদন। বিকল রোলার স্যাপ সংস্থাপনের কাজ শুরু করা হয়েছে। আগামীকাল দুপুর ১২টার মধ্যে রোলার সচলের মাধ্যমে চিনি উৎপাদন কার্যক্রম শুরু করার আশা করছে চিনিকল কর্তৃপক্ষ। উৎপাদন বন্ধের সময়টিতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রেখে ব্যয় সংকোচন কার্যক্রম গ্রহন করেছে কর্তৃপক্ষ।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম জিয়াউল ফারুক বলেন, যত দ্রুত সম্ভব রোলার স্যাপ সচলের প্রক্রিয়া চলছে। আগামীকাল থেকে চিনিকল পূর্ণমাত্রায় উৎপাদনে যাবে বলে আশা করা হচ্ছে।