জ্যেষ্ঠ প্রতিবেদক, সিংড়া॥
মাদক একটি পরিবার, সমাজ ও জাতির শত্রু। কেননা মাদক জীবনকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। একবার কেউ মাদকের নেশায় পড়লে তার থেকে বেড়িয়ে আশা অসম্ভব হয়ে যায়। তাই সিংড়া পৌরসভাকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধ পরিকর। আর আজকের পর এই এলাকাকে মাদকমুক্ত ঘোষণা করা হল। বুধবার সন্ধ্যা ৬টায় সিংড়া বাসষ্ট্যান্ড গরুহাট মাঠে স্থানীয় মাদক নির্মূল কমিটির আয়োজনে মাদক বিরোধী সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।
সমাবেশে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মাদকের সাথে কোন আপোষ নেই। সিংড়াকে মাদকমুক্ত করতে সিংড়া থানা ও পৌর পরিষদ যৌথ অভিযানে নেমেছে। প্রতিটি মহল্লার মাদকসেবী ও বিক্রেতার তালিকা তৈরি করা হচ্ছে। কোন নেতার ছেলে ও ভাইকেও ছাড় দেয়া হবে না।
সমাবেশে আরো বক্তব্য রাখেন তদন্ত ওসি নেয়ামুল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি সাখাওয়াত হোসেন, মাদক নির্মূল কমিটির সভাপতি খন্দকার হাসান আলী, সাবেক কাউন্সিলর ও ৬নং ওয়ার্ড আ’লীগ সভাপতি লাবু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসেন, মাদক নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মামুন সরদার প্রমূখ।