নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম, নাটোর
নাটোরের বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছে। বুধবার সকালে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর কৃষি কলেজের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সামাদ (৫৫) নাটোর সদর থানার আগদিয়া কাটাখালী এলাকার মৃত আবুল খায়েরের ছেলে বলে পুলিশ জানিয়েছেন। আহতদের উদ্ধার করে বনপাড়া আমিনা ও পাটোয়ারী ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার এসআই আব্দুল খালেক জানান, রাজশাহী থেকে বরিশালগামী তুহিন পরিবহন এবং পাবনা থেকে রাজশাহীগামী সেজান পরিবহনের যাত্রীবাহি বাস কালিকাপুর কৃষি কলেজের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় চাপা পড়ে আব্দুস সামাদ গুরুতর আহত হলে পাটোয়ারী ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। এদিকে দুই বাসের যাত্রীরা ভিতরে আটকা পড়ে। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে যাত্রীদের উদ্ধার করে আহত অন্তত ২০জনকে ক্লিনিকে ভর্তি করে।