নাটোর অফিস॥
নাটোর থেকে আটক আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য আরিফুল ইসলাম(৩২) ও রবিউল ইসলামকে(২৯) জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিন করে রিমান্ডে নিয়েছে র্যাব। মামলার তদন্তকারি কর্মকর্তা নাটোর র্যাব ক্যাম্পের উপ-পরিদর্শক মাহমুদ উল্লাহ আসামিদের নাটোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে হাজির করে ৭দিনের রিমান্ডের আবেদন জানান। শুনানী শেষে বিচারক ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আজ মঙ্গলবার(২৮শে জানুয়ারী)দুপুরে ওই দুই সদস্যকে আদালতে হাজির করা হয়।
আরিফুল ইসলাম জেলার বড়াইগ্রাম উপজেলার খর্দ্দকাছুটিয়া ও রবিউল ইসলাম সদর উপজেলার ফারিদপুর আমহাটী এলাকায় বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৩১ অক্টোবর নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের কৈগাড়ি কৃষ্ণপুর এলাকায় একটি পরিত্যাক্ত ঘরে আনসারুল্লাহ বংলা টিমের গোপন বৈঠকের সময় অভিযান চালায় র্যাব সদস্যরা। এসময় অন্য সদস্যরা পালিয়ে গেলেও আটক করা হয় আরিফুল ইসলাম ও রবিউল ইসলামকে। এসময় উদ্ধার করা হয় দুইটি পিস্তল ও ৪ রাউন্ড গুলি। এরপর থেকে আটক দুইজন কারাগারে ছিলেন।
উপ-পরিদর্শক মাহমুল উল্লাহ বলেন, রিমান্ড চেয়ে আটককৃত দুইজনকে নাটোর জেলা কারাগার থেকে আদালতে আনা হয়। আনসারুল্লাহ বাংলা টিমের নাটোর জেলার আরো তথ্য জানতে তাদের রিমান্ডে নেয়া হয়েছে। রিমান্ড মঞ্জুর হওয়ার পর দুপুরেই দুইজনকেই নাটোর র্যাব ক্যাম্পে নেয়া হয়েছে।