নাটোর অফিসঃ নাটোরের দিঘাপতিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ি এলাকায় দু’টি যাত্রিবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে লিখন হোসেন(২৮) নামের বাসের এক হেলপার ও ফারুক(৩৬) নামের এক যাদ্রি নিহত এবং আরো ২০ জন আহত হয়েছে।
আজ সকাল ১০টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের কাশিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নাটোর ফায়ার স্টেশসের উপ-সহকারী পরিচালক আসাদুজ্জামান দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ি এলাকায় সুনামগঞ্জ থেকে রাজশাহীগামী নান্নু পরিবহন নামে যাত্রিবাহি বাসের সাথে বিপরীতমুখী যাত্রিবাহি বাস নিশিতা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নান্নু পরিবহনের হেলপার লিখন নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নাটোর ফায়ার স্টেশন কর্মিদের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা আহত ২০ জনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে মুমূর্ষঅবস্থায় ৩জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে নাটোর সদর হাসপাতালে ফারুক নামের আরেকজন যাত্রীর মৃতূু হয়।
এদিকে, দূর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দেন।