নাটোর অফিস॥
খ্রিস্টীয় নববর্ষের উদযাপনের প্রস্ততির অংশ হিসেবে নাটোরে মাদক সেবনের সময় ২০ মাদকসেবীকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন, হারিগাছা পন্ডিতগ্রামের আব্দুর রহমান (৪০), সিংগারদহ গ্রামের জালাল মিয়া (৫৫), কসবা গ্রামের মোসলেম মন্ডল (৫০) ও আনোয়ার হোসেন (৪২), নজরপুরের আব্বাস আলী (৪৮), ও সাইদুর রহমান (৪৮), দক্ষিণ পটুয়াপাড়া মাদ্রাসা মোড় এলাকার আমিরুল হক (৬০) ও মোঃ মিঠু (৩৫), বড় হরিশপুর এলাকার মোঃ বাবুল (২৭) ও মোঃ আরমান (৩২), করটা গ্রামের তাজুল ইসলাম (৩৭), ও মোসলেম উদ্দিন (৪০), চকরামপুরের শহীদুল ইসলাম (৩০) রামাইগাছি এলাকার মোতালেব দেওয়ান (৪৫) ও মোঃ ইমরান (৩৩), গুনারীগ্রামের আল আমিন (৩৪) হাজরা নাটোরের মোঃ সোহেল (৩৩), উত্তর পটুয়াপাড়া গোরস্থান এলাকার মোঃ খোরশেদ (২৪), মল্লিকহাটি প্রাইমারী স্কুল এলাকার মোঃ বিপুল (২৯) এবং ভাটোদারা গ্রামের মোঃ মনজু খামারু (৩৮)।
আজ মঙ্গলবার(৩১শে ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার গুনারীগ্রাম এলাকার একটি ইটভাটা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এসএম জামিল আহমেদ জানান, থার্টি মাদক সেবনের মাধ্যমে ফার্স্ট নাইট উদযাপন রোধকল্পে তার নেতৃত্বে র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একদল সদস্য জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলের দিকে শহরের গুনারী গ্রামস্থ বিবিসি ইট ভাটা এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাদক সেবনের আলামত সহ ওই ২০ মাদকসেবীকে হাতে নাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্ততি চলছে।