নাটোর অফিস॥
উৎসবমুখর পরিবেশে ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে নাটোরে পালিত হচ্ছে খ্রিষ্টান ধর্মম্বলীদের সব চেয়ে বড় উৎসব শুভ বড় দিন। শহরের বড় হরিশপুর ব্যাপষ্টিট মিশন সহ জেলার ছোট বড় ১০ টি চার্চে সকালে ঘন্টার ধ্বনি শুনে দলে দলে গীর্জায় আসতে শুরু করে খ্রিষ্টান সম্প্রদায়ের নারী-পুরুষ,শিশু-বৃদ্ধরা। চার্চে স্তুতি ও কীর্তনের মাধ্যমে তারা যিশুকে স্মরণ করেন। নাটোর ব্যাপষ্টিট মিশনের প্রধান ধর্মীয় গুরু পালক কর্মকার প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন। ভক্তিমুলক গানের মধ্য দিয়ে শুরু হয় প্রর্থনা। প্রায় ঘন্টাব্যাপী প্রার্থনা শেষে পরিবার পরিজন নিয়ে তারা অংশ নেয় বড় দিনের প্রার্থনায়। এ সময় জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ উৎসবে যোগ দেন। এরপর খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন নেচে গেয়ে আনন্দ উল্লাস করে। পরে বাড়ি বাড়ি পিঠা উৎসব করা হয়। দিনব্যাপী এই উৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থ্যা। এ ছাড়া জেলার বনপাড়া ক্যাথলিক চার্চ, জোনাইল ব্যাপষ্টিট মিশন এবং বাগাতিপাড়া স্যান্যাল পাড়ার মিশনে পালন করা হচ্ছে বড় দিনের উৎসব।