জ্যেষ্ঠ প্রতিবেদক॥
নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নে ডিবি ও থানা পুলিশের কথিত বন্দুকযুদ্ধে তুহিন আহমেদ (৩০) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে। বর্তমানে তুহিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তুহিন ডান পায়ের হাঁটুর উপর গুলিবিদ্ধ হয়। আজ মঙ্গলবার রাত ৩টার দিকে স্থানীয় গোপালপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। সে একই এলাকার আনোয়ার মাস্টারের ছেলে।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সৈকত হাসান ও নাটোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক কৃষ্ণ মোহন সরকার জানান, গুলিবিদ্ধ তুহিন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। রুটিন অভিযান পরিচালনা করে সোমবার রাত ৮টার দিকে বড়াইগ্রামের গোপালপুর থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তুহিনকে আটক করে ডিবি পুলিশ। পরে বড়াইগ্রাম থানা পুলিশের সহায়তায় স্থানীয় চান্দাই কলেজের পাশে একটি পুকুড়পাড়ে অভিযানে গেলে তুহিনের দুই সহযোগি আরিফ ও সোহেল পুলিশের উপর গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এরই ফাকে তুহিন পালাতে গেলে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়। তুহিনকে গুলিবিদ্ধ হতে দেখে আরিফ ও সোহেল পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তুহিনকে উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তুহিনকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়।