নাটোর অফিস॥
নাটোরের নারদ নদ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে প্রশাসন।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফুন্নেছা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা বৃহস্পতিবার বিকালে নাটোর শহরের কানাইখালী ও জেলেপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় অবৈধ ভাবে নদী দখল করে গড়ে তোলা স্থাপনা চিহ্নিত করে অপসারনের নির্দেশ দিলে দখলকারী নিজে থেকেই অনেক স্থাপনা অপসারণ ও ভাঙ্গার কাজ শুরু করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফুন্নেছা বলেন,আগামী ২৩ ডিসেম্বর থেকে সরকারের সংশ্লিস্ট দপ্তরের উদ্যোগে অবৈধ নদ-নদী ও খাল-জলাশয় দখলদারদের বিরুদ্ধে সমন্বিত উচ্ছেদ অভিযান শুরু করা হবে। অবৈধ দখলকারীদের নোটিশ করার পর তারা নিজেরাই অবৈধ স্থাপনা সরিয়ে নিতে শুরু করেছেন।