নাটোর অফিস॥
নাটোরের সিংড়া উপজেলার কৈগ্রাম উত্তর পাড়ায় এমদাদুল হক নামের এক ব্যক্তির বাড়িতে ডাকাতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব-৫ এর একটি আভিযানিক দল।
আটককৃতরা হলেন- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গোচন গ্রামের মৃত আশরাফের ছেলে সাইফুল (৪৬), নওগাঁ সদর উপজেলার ভবানীগাতি গ্রামের মৃত নিজাম উদ্দীনের ছেলে মোঃ ইসলাম (৪৫) ও নাটোরের সিংড়া উপজেলার মালকোর কারিগরপাড়া গ্রামের মনতাজ উদ্দীনের ছেলে বুলবুল আহমেদ(১৯)।
শনিবার(১৪ই ডিসেম্বর) ভেরারাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১টি দেশী রিভলবার, ৫ রাউন্ড গুলি, ৫টি ধাঁরালো হাসুয়া ও ছোড়া, এবং ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়।
র্যাব-৫ এর সহযোগিতায় অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমানের নেতৃত্বে অভিযানে অংশ নেন র্যাবের মেজর এসএম মোর্শেদ হাসান পিএসসি, অতিঃ পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, ক্যাপ্টেন মোঃ আশরাফুল ইসলাম, কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার এস,এম, জামিল আহমেদ এবং সিনিয়র এএসপি এনামুল করিম।
পরে শনিবার সকাল ১০টায় র্যাব-৫, সিপিসি-২, নাটোর কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন র্যাব-৫ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান।
তিনি জানান, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, শনিবার গভীর রাতে কৈগ্রামের এমদাদুল হক দুলালের বাড়িতে সঙ্ঘবদ্ধ একদল ডাকাত আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক ডাকাতি করবে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল ১৩ ডিসেম্বর শুক্রবার রাতে এমদাদুল হক দুলালের (৫৪) বাড়িতে অবস্থান নেয়। ভোররাতে ১০-১১ জনের একটি আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত ডাকাত দল ওই বাড়িতে হানা দেয়। এ সময় পূর্ব থেকে অবস্থানরত র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে র্যাবের আভিযানিক দল পাল্টা গুলি চালালে ডাকাত দল ছত্রভঙ্গ হয়ে পালাতে থাকে। র্যাব সদস্যরা তাদের পিছু ধাওয়া তিনজনকে আটক করে। এ সময় ২ জন র্যাব সদস্য জখম হয় এবং অন্যান্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়।
তিনি আরও জানান, চলনবিল অধ্যুষিত সিংড়ার প্রত্যন্ত এলাকাগুলো বেশ কয়েকটি সঙ্ঘবদ্ধ ডাকাত দল অবস্থান করে। তাদের ধরতে অভিযান অব্যাহত রাখা হবে।