নাটোর অফিস॥
নাটোরের নলডাঙ্গা উপজেলায় রবি ২০১৯-২০ ও পরবর্তী খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় এক হাজার ৭৬০ জন কৃষকের মাধে বিনামূল্যে ২৩ লাখ টাকার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২রা ডিসেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পিরষদ চত্বরে এ সরকারী সহায়তা বিতরণ করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুৃল ইসলাম শিমুল।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বির সভাপতিত্বে এসময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক শামসুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসএম ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদ মামুনুর রশীদ প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, দুই ধাপের প্রণোদনা কর্মসূচীর আওতায় সরিষা, গম, ভূট্টা, পেঁয়াজ, মুগ ও তিল আবাদের জন্য বিনামূল্যের এ সহায়তা বিতরণ করা হয়েছে