নাটোর অফিস॥
দখলের এক যুগ পর নাটোরে নলডাঙ্গা উপজেলার বহ্মপুর ইউনিয়নে প্রভাবশালীদের দখলে থাকা ৩টি সরকারী পুকুর দখলমুক্ত করা হয়েছে।
আজ মঙ্গলবার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু হাসান সরকারের পক্ষে ওই পুকুরগুলো দখলে নেন।
জানা যায়, নলডাঙ্গা উপজেলার বহ্মপুর ইউনিয়নে অর্পিত সম্পত্তির ২ একর ১৩ শতকের তিনটি পুকুর পরপর দুই বছর ইজারা শেষ হলে এলাকার প্রভাবশালীরা নিজেদের দখলে নেয়। দখল বজায় রাখতে মসজিদ মাদ্রাসার দোহায় দিয়ে সরকারী ভাবে ইজারা দিতে বাধা প্রদান করে তারা। আজ ওই তিনটি পুকুরের পাড়ে লাল নিশান টাঙ্গিয়ে পুনরায় সরকারে দখলে আনা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আবু হাসান বলেন, সরকারী সম্পত্তি উদ্ধার অভিযানের অংশ হিসেবে পুকুর তিনটি দখলমুক্ত করা হয়েছে। আগামীতে দখলে থাকা সরকারী সম্পত্তিগুলো পর্যায়ক্রমে উদ্ধার করা হবে।