নাটোর অফিস॥
নাটোরে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশে(টিসিবি) পেঁয়াজ বিক্রি শুরু করেছে। প্রতিকেজি পেঁয়াজের দাম ৪৫ টাকা কেজি। লাইনে দাঁড়িয়ে একজন ভোক্তা সর্বোচ্চ এক কেজি পেঁয়াজ কিনতে পারবেন।
আজ সোমবার (২৫শে নভেম্বর) দুপুর ১টায় খোলাবাজরে টিসিবির পেঁয়াজ বিক্রির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, জজকোর্টের পাবলিক প্রসিকিউটর এডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তোজা আলী বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।
উদ্বোধনের পর থেকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর ও শহরের মাদ্রাসামোড়ে দুইটি পয়েন্টে নির্ধারিত ডিলারের মাধ্যমে পুরোদমে পেঁয়াজ বিক্রি শুরু হয়। আজ দুপুর পর্যন্ত নাটোরের বাজারগুলোতে প্রতিকেজি পেঁয়াজ ২২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
টিসিবির রাজশাহী বিভাগীয় প্রধান প্রতাপ কুমার জানান, নাটোরের দুইটি পয়েন্টে বিক্রির জন্য এক টন করে দুই টন পেঁয়াজ পাঠানো হয়েছে।
এদিকে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণিপেশার ভোক্তারা। বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক না হওয়া পর্যন্ত টিসিবির কার্যক্রম অব্যাহত রাখতে জেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।
জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ জানান, ভোক্তাদের ক্রয়ক্ষমতা বিবেচনা করে নাটোরে খোলাবাজরে পেঁয়াজ বিক্রি উদ্যোগ নেয়া হয়েছে। সরবরাহ সাপেক্ষে বিক্রি কার্যক্রম অব্যাহত রাখা হবে।