নাটোর অফিস॥
গুড়ের কার্টুনের ভেতর রেখে পাচারের সময় নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া থেকে ২০০ বোতল ফেন্সিডিলস দুই জনকে আটক করেছে নাটোর জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। তারা হলেন রাজশাহী জেলার চারঘাট উপজেলার ভায়ালক্ষীপুর গ্রামের বছের উদ্দিনের ছেলে আব্দুর রশিদ(৫৩) এবং একই উপজেলার বড়বাড়ীয়া উত্তরপাড়া গ্রামের মাহাবুব হোসেনের ছেলে শান্ত(১৯)।
আজ রোববার(২৪শে নভেম্বর)জিএম পরিবহন নামে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়। আটককৃতরা ফেন্সিডিলগুলো বহন করছিলেন।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল বনপাড়া এলাকায় জিমি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায়। এসময় গুড়ের কার্টুনে ভর্তি ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং রশিদ ও শান্তকে আটক করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।