নাটোর অফিস॥
নাটোরে মাদক এর বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে অস্ত্র সহ সাকিবুল হাসান শান্ত (১৯) কে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার সদর উপজেলার মোকরামপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের কাছে থেকে ১টি বিদেশী পিস্তল,১ রাউন্ড গুলি,১টি ম্যাগজিন,নগদ ৪ হাজার ৮৯০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সাকিবুল হাসান শান্ত গুরুদাসপুর উপজেলার দস্তানা নগর এলাকার আফাজ মৃধার ছেলে।
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এস এম জামিল আহমেদ অস্ত্র সহ একজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, র্যাবের ধারাবাহিক অভিযানের সূত্র ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল বৃহস্পতিবার মোকরমপুর বাজার এলাকায় অভিযান চালায়। এসময় সাকিবুল হাসান শান্তকে অস্ত্র সহ গ্রেফতার করা হয়। পরে তার কাছে থেকে নগদ অর্থ ও দুটি সিম কার্ডসহ মোবাইল ফোন ও উদ্ধার করা আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। এব্যাপারে নাটোর সদর থানায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে।