নাটোর অফিম॥
নাটোরে ফেন্সিডিলসহ রাকিব(২৮) নামে এক পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) একটি আভিযানিক দল। রাকিবের বাড়ি নাটোর শহরের বড়হরিশপুর এলাকায়। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কনস্টেবল হিসাবে কর্মরত রয়েছেন। অসুস্থ জনিত কারণে ছুটি নিয়ে তিনি বাড়িতে অবস্থান করছিলেন।
সোমবার(১১ই নভেম্বর)বিকেলে নাটোর শহরের আলাইপুর এলাকায় অভিযান পরিচালনা করে কনস্টেবল রাকিবকে আটক করা হয়। পরে রাতে তাকে গ্রেফতার দেখানো হয়।
এই ঘটনায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিঠুন সরকার বাদী হয়ে নাটোর সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন।
নাটোর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) সৈকত হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল নাটোর শহরের আলাইপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রাকিবের ব্যবহৃত কার গাড়িটি দেখে চ্যালেঞ্জ করে গোয়েন্দা পুলিশ। তল্লাশি করে ভেতরে থাকা একটি সাদা বস্তা থেকে ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় রাকিব ও তার ড্রাইভার জাকিরকে আটক করা হয়। এ ঘটনায় ইতোমধ্যে নাটোর সদর থানায় মামলা দায়ের করেছে।