নাটোর অফিস॥
কবর গুলোর উপরে আলো ছড়াচ্ছে মোমবাতি, সুগন্ধি ছড়াচ্ছে আগরবাতি। প্রিয়জনেরা কবরের উপরে ছিটিয়ে দিয়েছে গাদা, গোলাপ সহ নানা রঙের ফুল। পুরো কবরাস্থান জুড়ে আলোয় ভরা। সেই কবরের পাশে দাঁড়িয়ে মৃত ব্যক্তির আত্মার চিরশান্তির প্রার্থনা করছেন স্বজনেরা।
শনিবার সন্ধ্যায় নাটোরের বড়াইগ্রামে খ্রিস্টান ধর্মাবলম্বীরা পালন করলো ‘অল সোলস ডে’ যেটাকে বাংলায় বলে মৃতলোকের পার্বন অর্থাৎ মৃত স্বজনের শান্তি কামনায় আলোকময় প্রার্থনা। শেষ বিকেলে উপজেলার বনপাড়া ক্যাথলিক কবরস্থানে সহ¯্র খ্রিস্ট ধর্ম বিশ্বসীরা একত্রে প্রার্থনা করে। রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও এই প্রার্থনা কার্যক্রম পরিচালনা করেন।
প্রার্থনা শেষে সকল কবরে মোমবাতির আলো, আগরবাতির সুগন্ধি ও ফুলের পাপঁড়ি ছিটিয়ে দেয় শোকার্ত স্বজনেরা। তাদের কারও কারও চোখে জল। কেউ দাঁড়িয়ে আছেন নীরবে।
প্রতিবছর ২ নভেম্বর বিশ্বজুড়ে খ্রিস্টান সম্প্রদায় ‘অল সোলস ডে’ পালন করে আসছে। এ দিন মৃত ব্যক্তির শান্তি কামনায় সমাধিতে এসে বিশেষ প্রার্থনা করেন স্বজনেরা।
বনপাড়া ধর্মপল্লীর প্রধান পাল-পুরোহিত ফাদার বিকাশ হিউবার্ট রীবেরু জানান, এই উপজেলার অন্যান্য সকল ধর্মপল্লীতে একইভাবে ‘অল সোলস ডে’ পালন করা হয়েছে।