শুক্রবার দুপুরে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ মিলনায়তনে দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান।
পরে সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক চিত্তরঞ্জন সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য কাজল দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক তাপস কুমার পাল, অনীল কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক পদ্মাবতী দেবী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানসহ স্থানীয় নেতৃবৃন্দ।