নাটোর অফিসঃ
নাটোর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নিতে নাটোরে আসা শুরু করেছেন দলটির কেন্দ্রিয় নেতৃবৃন্দ। শুক্রবার রাতে নাটোর সার্কিট হাউজে পৌছেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ দলটির কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
আগামীকাল শনিবার সকালে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও দলটির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।
চলতি বছর নাটোর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের পাশাপাশি বিগত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিরোধীতাকারী সাংসদদের ব্যাপারে সিদ্ধান্তগ্রহণ করা হবে জানিয়েছে দলটির একটি সূত্র।
তবে দলের অারেকটি সূত্র নিশ্চিত করেছে, বক্তব্য দেয়ার সুযোগ পেলে নাটোর পৌরসভা, ৭টি ইউনিয়ন ও নলডাঙ্গা উপজেলা বিভিন্ন সম্মেলনের পদ্ধতিগত ত্রুটি কথা তুলে ধরে প্রতিকার চাওয়া হবে।
সম্মেলনে নাটোরের ৫২টি ইউনিয়ন, ৮টি পৌরসভা, ৭টি উপজেলা ও জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সদস্যবৃন্দ ও সংসদ সদস্যরাই অংশ নিতে পারবেন।
শনিবার সকাল ১১টায় নাটোর এন এস সরকারী কলেজ মিলনায়তনে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হবে।