স্টাফ রিপোর্টার, লালপুর
নাটোরের লালপুরে পুলিশের হাতে কামড়ে পালানোর চেষ্টাকালে ইয়াবা ও হেরোইনসহ মোজাফফর হোসেন ফিরোজ(৩৫)নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ফিরোজ দক্ষিণ লালপুরের মৃত নাদের আলী ব্যাপারীর ছেলে এবং লালপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্যের মতিউর রহমানের ছোটভাই। এ ঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
আজ সোমবার(৩০শে সেপ্টেম্বর)দুপুরে লালপুর-বাঘা সড়কে লালপুর থানার সামনে একটি চেকপোস্টের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে লালপুর থানা পুলিশের একটি দল আজ সোমবার দুপুরে লালপুর-বাঘা সড়কে থানার সামনে চেকপোষ্ট বসিয়ে কয়েকটি সিএনজিতে তল্লাশী করছিলো। রাজশাহীর বাঘা থেকে আসা একটি সিএনজি তল্লাশীকালে ভেতরে থাকা ফিরোজ ও তার আরেক সহযোগি দৌড়ে পালানোর চেষ্টা করলে লালপুর থানার উপ-পরিদর্শক(এসআই)সেলিম উদ্দীন ফিরোজকে ধরে ফেলে এবং অপরজন পালিয়ে যায়। এ সময় ফিরোজ এসআই সেলিমের হাতে কামড় দিয়ে আবারও পালানোর চেষ্টা করে। এসময় তাকে আটক করা হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, গ্রেফতারকৃত ফিরোজ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পালিয়ে যাওয়া অপরজনকে খুঁজতে অভিযান চালানো হচ্ছে।