অশ্রু জমে থাকা চোখে
কোন বেদনা ছিল না,
কষ্টগুলো হামা দিয়ে পলাতক।
রাশি রাশি উচ্ছাস
বোতাম খোলা শার্টের ভিতরে-
স্মৃতির ভাঁজে ভাঁজে
জীবন সুতোর শক্ত বাঁধনে,
বিধৌত অাত্মার ভিতরে
পাট ভেঙে ভেঙে
দশ আঙ্গুল খুঁজে ফেরে
বর্ণমালার নিখাদ সত্যের ঘ্রাণ।
নিকোটিন ভর্তি বিরহের মোড়ক
ছুড়ে ফেলি দেশলাই সমেত
এঁদো গলির ঘুপচি অন্ধকারে,
জাল ভেদ করে মাকড়সা
গাঢাকা দ্যায় আরো অাঁধার গহীনে-
আর তখনই পাট ভেঙে ফেলে
বুকের পাঁজরে বেদনার রং।
জীবনের ভিতর প্রাণের ব্যারোমিটার
উঠা-নামা করে অনর্গল
নীলকন্ঠী এক অানন্দের স্রোতে।
কবি আমিনুল ইসলাম তন্ময়