নাটোরঃ নাটোরের বাগাতিপাড়ায় প্রতিপক্ষের হামলার শিকার উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আহতদের দেখতে হাসপাতালে যান নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া)আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম আজাদ।
সোমবার(১৬ই সেপ্টেম্বর) দুপুরে তিনি নাটোর সদর হাসপাতালে যান। এসময় আহত নেতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।
উল্লেখ্য, জেলা ছাত্রলীগের সিদ্ধান্ত অমান্য করে গত শনিবার (১৪ সেপ্টেম্বর) বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সম্মেলন সম্পন্ন করেন সাংসদ শহিদুল ইসলাম বকুল। ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবেও উপস্থিত ছিলেন তিনি। সম্মেলনে আতিক হাসান বিদ্যুৎকে সভাপতি ও শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। অন্যদিকে এই কমিটি ঘোষণাকে গঠনতন্ত্র বিরোধী আখ্যা দিয়ে রোববার জেলা ছাত্রলীগ নাজমুল হাসান নাহিদকে সভাপতি ও শিহাব মাহমুদ সোহাগ সাধারণ সম্পাদক করে একটি পাল্টা কমিটি ঘোষণা করে। রোববার সন্ধ্যায় বাগাতিপাড়ার পেড়াবাড়িয়া বাজারে দুই গ্রুপের সংঘর্ষে জেলা ছাত্রলীগ অনুমোদিত কমিটির সভাপতি-সম্পাদকসহ ৬ জন আহত হয়।