গুরুদাসপুর॥ নাটোরের গুরুদাসপুরে সুদের টাকা দিতে না পারায় পাওনাদারের বাড়িতে আটক থাকার তিনদিন পর মারা গেছেন বৃদ্ধ ছহির উদ্দিন সরকার (৬৫)। ছহির উপজেলার চাঁচকৈড় তাড়াশিয়াপাড়া গ্রামের মৃত রহমান সরদারের ছেলে।
এ ঘটনায় ছহিরের ছেলে সাইফুল ইসলাম গুরুদাসপুর থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ রোববার(১৫ই সেপ্টেম্বর) অভিযুক্ত বামনকোলা গ্রামের তৈয়ব আলীর ছেলে মো. তারেক (৩০) ও তার শ্বশুর জ্ঞানদানগর গ্রামের মৃত বাদল মন্ডলের ছেলে রুহুল আমিনকে (৬৫) গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারেক মৃত ছহির উদ্দিনের কাছে সুদেআসলে ৭৯ হাজার টাকা পেতেন। টাকা দিতে না পারায় ছহিরকে উপজেলার জ্ঞানদানগর গ্রামের তারেকের শ্বশুর বাড়িতে আটক রাখা হয়। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আটক রাখার তিনদিন পর শনিবার (১৪ই সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ছহির উদ্দিন হঠাৎ মারা যান।
ছহির উদ্দীনের ছেলে সাইফুল ইসলাম বলেন, তার বাবাকে আটকে রেখে তিন দিন ধরে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম বলেন, মামলা দায়েরের প্রেক্ষিতে অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পোষ্টমর্টেম রিপোর্ট ও তদন্তের ভিত্তিতে জানা যাবে ছহির উদ্দীনকে নির্যাতন করা হয়েছে কি-না। সে অনুযায়ী দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।