বাগাতিপাড়াঃ নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতায় বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুরে ৩৩/১১ কেভি ১০ এমভিএ বিদ্যুৎ বিতরণ উপকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১ টায় বাগাতিপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে ফলক উন্মোচন করে এ ইনডোর উপকেন্দ্রের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এ উপকেন্দ্রটি হতে বিশ হাজার গ্রাহককে বিদ্যুৎ সেবা প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় রাজশাহী জোনের তত্ত¡াবধায়ক প্রকৌশলী এনামুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা ও সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরী, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান প্রকৌশলী ( প্রকল্প) মহিউদ্দিন আহমেদ, বাগাতিপাড়া উপজেলার চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, লালপুর উপজেলা চেয়ারম্যান ইসাহক আলী, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজার ( অঃ দঃ) মোমিনুল ইসলাম প্রমুখ। এসময় পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন ।