নাটোরের মহারাজা
ইতিহাস আজো তাজা
রাণীভবানীর স্মৃতি অমলিন নাটোর,
পুরাতন ঘর-বাড়ি সাথে সেই ঘাট-ওঁর।
কাঁচাগোল্লার নাম
দীঘল কলম গ্রাম
আগেকার ঘোড়াগাড়ি, রাজবাড়ি মাঠ
নারদের পাশে আছে তেবাড়িয়া হাট ।
বিশাল চলনবিল
মাছ করে কিলবিল
দিঘাপতিয়ার সুরম্য-প্রসাদ আর সেই খাট
রাজা নাই সব আছে আর আগেকার ঠাঁট!
–কামাল খাঁ