নাটোর অফিস॥ জোড়া খুনের একটি মামলায় নাটোরের আদালতে হাজিরা দিয়ে জামিন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে তিনি হাজিরা দেন। এসময় আদালত চত্বরে দলীয় নেতা-কর্মীরা তার সঙ্গে ছিলেন।
জানা যায়, ২০১৫ সালে শহরের তেবাড়িয়া এলাকায় এক সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে রাকিব ও রায়হান নামে দুই যুবক নিহত হয়। চার বছর পর গত জাতীয় নির্বাচনের আগে দুলুকে ঢাকায় একটি নাশকতার মামলায় আটক করে পুলিশ। পরে আটক থাকা অবস্থায় নাটোরের জোড়া খুন মামলার এজাহারে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। আজ শুনানী শেষে আগামী ৩১শে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
বিএনপির এই নেতা ওই মামলায় হাজিরা দিতে সকালে ঢাকা থেকে নাটোরে আসেন এবং দুপুরে নাটোরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে হাজিরা দেন।