নাটোর অফিস॥ নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হল- উপজেলার পাঁকা ইউনিয়নের রামপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে জুনাইদ আহমেদ(২) এবং ফাগুয়ারদিয়ার ইউনিয়নের সাইলকোনা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে শাহী ইসলাম (৮)।
বৃহস্পতিবার(৫ই সেপ্টেম্বর) দুপুর ও বিকেলে মর্মান্তিক এ দুই ঘটনা ঘটে।
এ নিয়ে গত এক সপ্তাহের ব্যবধানে বাগাতিপাড়া উপজেলায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হল। জুনাইদ ও শাহীর আগে গত বৃহস্পতিবার জামনগর গ্রামে এবং শনিবার মহাজনপুরে অপর দুই শিশুর মৃত্যু হয়।
এলাকাবাসী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের খেলার সময় বাড়ির পাশে পড়ে যায় আড়াই বছরের জুনাইদ। খোজাঁখোজির এক পর্যায়ে দুপুর ২ টা ৪০ মিনিটের দিকে বাড়ির পাশের পুকুরে জুনাইদকে ভাসতে দেখা যায়। এসময় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
অপরদিকে বেলা সাড়ে তিনটার দিকে সাইলকোনা গ্রামে বাড়ির পাশে পুকুর থেকে শাহী ইসলামের ভাসমান দেহ উদ্ধার করা হয়। মুমূর্ষ শাহী ইসলামকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকেও মৃত ঘোষণা করেন। পৃথক এই দুটি ঘটনায় ওই দুই গ্রামে শোকের ছায়া নেমেছে।
বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম দূর্ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন।