নাটোর অফিসঃ
নাটোর সদর উপজেলার ৩০টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে এক হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে বন্ধন সমাজ কল্যান সংস্থা। বৃহষ্পতিবার শহরের বনবেলঘড়িয়া শহীদ রেজাউন্নবী উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচীর উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আব্বাসী রোজিনা ফেরদৌস। পরে সদর উপজেলার ৩০টি প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা ও কবরস্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন সংগঠনের সদস্যবৃন্দ। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আতিকুর রহমান লাল, সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক আমির হোসেন, নির্বাহী সদস্য, সবুজ হোসেন, আল আমিন, রাশেদুল ইসলাম প্রমুখ।