জ্যেষ্ঠ প্রতিবেদক, সিংড়া॥
নাটোরের সিংড়ায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদা আদায়ের সময় রাশিদুল ইসলাম (২৮) নামের এক ভুয়া গোয়েন্দা ডিবি পুলিশ কে আটককরেছে সিংড়া থানা পুলিশ। আটককৃত রাশিদুল ইসলাম বগুড়া জেলার নন্দীগ্রাম দক্ষিণ পাড়া এলাকার ইদ্রীস আলীর ছেলে। বুধবার সন্ধ্যায় সিংড়া উপজেলার শুকাস ইউনিয়নের শতকুড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় আটক রাশিদুল ইসলাম মোবাইল ফোনে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে চাঁদা আদায়ের সময় এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেয়। পরে সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস আলী তাকে আটক করে সিংড়া থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে, নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক নিশ্চিত করেন, রাশিদুল ইসলাম নামে নাটোরে ডিবি পুলিশ এর কোন সদস্য নাই।
সিংড়া থানার ওসি (তদন্ত) নেয়ামুল হক জানান, সরকারী অফিসার হিসেবে পরিচয় দেয়ার অপরাধে তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।