নাটোরঃ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় এডিস মশা নিধনে নাটোর পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকার বিভিন্ন স্থানে মশা নিধন শুরু হয়েছে।
শুক্রবার দুপুরের পর মশক নিধনে স্প্রে কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র উমা চৌধুরী। এসময় তার সাথে ছিলেন পৌর পরিষদের সদস্য ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা।
পৌর মেয়র উমা চৌধুরী বলেন, বিভিন্ন সংকটের কারণে মশক নিধন বিলম্বিত হয়েছে। সাধ্যমত এ কার্যক্রম অব্যাহত রাখা হবে। এডিশ মশা নিধনে পৌরবাসীদের বাড়ির আঙ্গিনা ও আশেপাশের ঝোপঝাঁড় ও জমে থাকা পানি দূর করে চারপাশ পরিষ্কার পরিছন্ন রাখার অনুরোধ জানানো হচ্ছে।