নাটোরঃ সাড়ে ৮ মাস পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের পর নাটোর ছেড়ে গেলেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন।
বুধবার পুলিশের রেওয়াজ অনুযায়ী তাকে নিজ কার্যালয় থেকে বিদায় জানানো হয়। অস্রুসজল চোখে তাকে বিদায় জানান বিভিন্ন পর্যায়ের সহকর্মীরা। এসময় পুলিশ সুপার নিজেও আবেগে আপ্লুত হয়ে পড়েন।
সাইফুল্লাহ আল মামুনের নতুন কর্মস্থল ঢাকা রেলওয়ে পুলিশ সুপারের কার্যালয়। একই পদে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। নাটোরে তার স্থলাভিষিক্ত হবেন ডিএমপির উপ-কমিশনার লিটন কুমার সাহা।
উল্লেখ্য, সাইফুল্লাহ আল মামুন দেশের ইতিহাসে পুলিশ হেডকোয়ার্টারের অনুমতিসাপেক্ষে কনস্টেবল নিয়োগে প্রথম বায়োমেট্রিক পদ্ধতির সফল ব্যবহার ও প্রচলন করেন। নাটোরে মাদকের বিরুদ্ধে ঘৃণা আন্দোলন সৃষ্টি করতে তার নেতৃত্বে মাঠে নামে পুলিশ। তাছাড়া বদলীর আগে তার নির্দেশনায় উত্তরাঞ্চলের মোটর সাইকেল ছিনতাই চক্রের হোতা কুখ্যাত শ্যুটার মানিক গ্রেফতার হয়।