নাটোর: নাটোরে আগুন লেগে চায়না ইকবাল নামে এক বিধবার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত প্রায় অড়াইটার দিকে শহরের চকবৈদ্যনাথ এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। চায়না বেওয়া দাবি আগুনে নগদ দুই লাখ টাকা, ১০ ভরি স্বর্ণালংকার টিভি, ফ্রিজ কম্পপিউটার ও অন্যান্য মালামালসহ ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পাঁচ মাস আগে চায়না বেগমের স্বামী গুড় ব্যবসায়ী ইকবাল হোসেন রাঙ্গামাটি জেলার সাজেক ভ্যালীতে বেড়াতে গিয়ে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা যান । বুধবারের এই অগ্নিকান্ডকে রহস্যজনক বলে দাবী ক্ষতিগ্রস্থ চায়না বেগম সহ এলাকাবাসীর।
এলাকাবাসী সুত্রে জানাযায়, চায়না ইকবাল বাসায় তালা ঝুলিয়ে ৫ দিন আগে বড় মেয়ের বাসায় বেড়াতে যান । বুধবার গভীর রাতে হঠাৎ করে তাদের ঘরে আগুন লেগে যায়। এসময় আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। এক পর্যায়ে এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রনে আসার আগে ওই বাড়ির চারটি ঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। সবকিছু হারিয়ে বিধবা চায়না ইকবাল তিনকন্যাকে নিয়ে এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।