নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় মিজানুর রহমান নামে এক কৃষকের দশ কাঠা জমির পটল, মরিচ, বেগুন ও লাউয়ের গাছ কেটে বিনষ্ট করেছে দুর্বৃত্ত। বৃহস্পতিবার দুপুরে ফসলের মাঠে গিয়ে এসব ফসল কেটে বিনষ্ট করা হয়েছে দেখতে পায় মিজান। উপজেলার মালিগাছা গ্রামের কৃষক মিজানের ধারনা শত্রুতা বশত ফসলগুলি কাটা হয়েছে।
ক্ষতিগ্রস্থ কৃষক মিজানুর রহমান জানান, রেল কর্তৃপক্ষের নিকট থেকে লিজ নেওয়া জমিতে তিনি চলতি মওসুমে মাচায় পটল চাষ করেন। রেললাইনের পাশের ওই একই জমিতে তিনি পটলের সাথে সাথী ফসল হিসেবে মরিচ, বেগুন এবং লাউয়ের আবাদ করেন। কিন্তু শত্রুতা বশতঃ তার জমির এসব গাছ কেটে ফেলেছে দূর্বত্ত্বরা। বৃহস্পতিবার দুপুরে জমিতে গিয়ে গাছগুলো নুইয়ে পড়লে তিনি ঘটনাটি বুঝতে পারেন। তবে কখন তার গাছ কাটা হয়েছে তা তিনি প্রাথমিকভাবে জানাতে পারেননি। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। বিষয়টি স্থানীয় কৃষি অফিস ও থানাকে অবহিত করেছেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী বলেন, মোবাইল ফোনে কৃষকের মাধ্যমে বিষয়টি তিনি জেনেছেন। তবে তিনি আইনগত সহায়তা পেতে থানায় জানানোর পরামর্শ দিয়েছেন।
বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন,বিষয়টি সম্পর্কে থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।