নাটোর: নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া পি এন উচ্চ বিদ্যালয় মাঠের দুইশত বছরের পুরাতন বট গাছকে ‘বৃক্ষমানিক’ হিসেবে নামকরণ করা হয়েছে।
বুধবার দুপুরে বিদ্যালয় মাঠের পাশে গাছটির পাদদেশে নতুন নামকরণ সম্বলিত ফলক উন্মোচন করেন জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন। জেলা পুলিশের এ উদ্যোগে সহযোগিতা করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘খোলা জানাল’।
পরে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র উমা চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) আকরামুল হাসান, দিঘাপতিয়া পি এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলীম উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন।
পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, শতবর্ষী ও দূর্লভ বৃক্ষরাজি সংরক্ষণের মাধ্যমে পরিবেশগত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সামাজিক দায়িত্বের অংশ হিসেবে দুই শতবর্ষী বটগাছকে বৃক্ষমানিক ঘোষণা করা হয়েছে। আগামীতে এ কর্মসূচীর ধারাবাহিকতা রক্ষা করা হবে।
সুধী সমাবেশ থেকে যে কোন গুজবে কান না দিতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি অনুরোধ জানান পুলিশ সুপার।