নাটোর: মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতে সড়কসহ নাটোর শহরের বিভিন্নস্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সড়কে বিদ্যমান খানাখন্দগুলো পানিতে ডুবে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
বুধবার (২৪শে জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে ৫টা পর্যন্ত টানা দুইঘন্টা মুষলধারে বৃষ্টি হয় সদর, পাশ্ববর্তী লালপুর, বাগাতিপাড়া ও সিংড়া উপজেলায়।
বৃষ্টিতে নাটোর শহরের হরিশপুর বাস টার্মিনাল, মাদ্রাসামোড়, হাজরা নাটোর, আদালত চত্বর, কানাইখালী, বলারীপাড়া, কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন চত্বর, হাফরাস্তার সরকারী বালক উচ্চ বিদ্যালয়,হাফরাস্তার তালতলা, পশ্চিম জলারপার, চকবৈদ্যনাথ, পাথরকুঁচি মাঠ, বনবেলঘড়িয়া মোড়, টেলিফোন এক্সচেঞ্জ কার্যালয়সহ বিভিন্ন এলাকার নীচু রাস্তাগুলো পানিতে তলিয়ে যায়।
অফিস ফেরত লোকজন ও স্কুল ফেরত শিক্ষার্থীরা বৃষ্টির কারণে চরম দুর্ভোগে পড়ে। এছাড়া শহরের মধ্য দিয়ে সড়ক সম্প্রসারণ কাজ চলমান থাকায় পিচ ঢালাইয়ের অপেক্ষায় থাকা কাঁচা রাস্তায় কাদা জমে ভোগান্তি সৃষ্টি হয়।