নাটোর: চলনবিল অধ্যুষিত নাটোর থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিদিন আড়াইশ ট্রাক তাজ মাছ যায়। জেলায় চাহিদা মিটিয়ে এসব মাছ যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত কর্মসুচীর প্রথমদিন বুধবার প্রেস ব্রিফিংয়ে জেলার মঃস্য কর্মকর্তারা এসব তথ্য জানান। প্রেস ব্রিফিংয়ে জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন,নাটোর জেলায় মোট জনসংখ্যা ১৭ ৬হাজার ৬৭৩ জন। মাছের চাহিদা ৩৭ হাজার ৩৭৬ মেট্রিক টন। উৎপাদন হয় ৫০ হাজার ৯৯৬ মেট্রিক টন। এতে চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকে ১৩ হাজার ৬২০ মেট্রিক টন। বিশাল চলন বিল ও হালতি বিল সহ ছোট বড় বিল রয়েছে ৩৫ টি। দীঘি,পুকুর ও বানিজ্যিক মৎস্য খামার রয়েছে ২৬ হাজার ৩১৯টি। এছাড়া ৯টি নদ-নদী, পানি উন্নয়ন বোর্ডের জলাশয় রয়েছে ১৩০টি এবং প্লবন ভুমি রয়েছে ৮৯টি। ১৬ টি খাঁচায় সহ ধান ক্ষেতেও মাছ চাষ হয়। জেলায় মোট মৎস্যজীবির সংখ্যা ১৮ হাজার ৮১৪ জন এবং মৎস্য চাষী রয়েছেন ২৫ হাজার ৮৯৭ জন। জেলায় মাছের উদ্বৃত্ত উৎপাদন হলেও মাছের মান নিয়ন্ত্রনে কোন কেন্দ্র নেই বলে জানান তিনি। তবে মাছের খাদ্য হিসেবে মৎস্য চাষীরা এন্টিবায়োটিক,হ্যাভী মেটাল বা মাইক্রোডকসিন যাতে ব্যবহার না করেন সে জন্য তাদের উদ্বুদ্ধ বা সচেতনতায় উঠোন বৈঠক সহ প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়। জেলার সকল মৎস্য চাষী এবিষয়ে সচেতন রয়েছেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফুন্নেছার সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম রাব্বী, জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ অন্যন্য মৎস্য কর্মকর্তারা বক্তব্য রাখেন।
বক্তারা মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে আলোকপাত করেন। পরে তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় জানানো হয় যে, এবারের মৎস্য সপ্তাহের শ্লোগান হচ্ছে ‘মাছ চাষে গড়বো দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এবং প্রতিপাদ্য হচ্ছে-‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’।