নাটোরে কাছিম অবমুক্ত

নাটোরঃ নাটোরের সিংড়া থেকে উদ্ধার হওয়া প্রায় ৫ কেজি ওজনের একটি কাছিম ডিসি পার্ক লেনে অবমুক্ত করা হয়েছে। শনিবার জেলা প্রশাসক (রাজস্ব) শরীফুন্নেছা কাছিমটি ডিসি পার্ক লেকে অবমুক্ত করেন। এসময় বন কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

রাজশাহী বন্যপ্রাণী কর্মকর্তা জিল্লুর রহমান জানান, এসএম সান্টু নামে স্থানীয় এক গণমাধ্যম কর্মী সিংড়া উপজেলার পুঠিমারী গ্রামে মোক্তার আলী নামে এক কৃষকের বাড়ি থেকে থেকে উদ্ধার করেন। প্রায় ৫ কেজি ওজনের ওই কাছিমের বাংলা নাম সুন্দি কাছিম। এই কাছিম আর্বজনা  ও সর্বভুক  প্রাণী। জলজ উদ্ভিদ,ব্যঙ,ব্যাঙাচি,কাঁকড়া,ক্ষতিকর কীট পতঙ্গ ও পচা-মরা প্রাণী এদের খাদ্য। এরা নদীর পরিবেশকে সুস্থ রাখে। এরা খাদ্যশৃঙ্খলে ভুমিকা রাখে। এই কাছিম মারা নিষিদ্ধ রয়েছে।

Spread the love

Leave a reply

  • Facebook Comments
  • Disqus Comments