নাটোর অফিস॥ ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নাটোরে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধন সমাজ কল্যান সংস্থা।
বৃহষ্পতিবার(৩০শে মে) দুপুরে সদর উপজেলার বনবেলঘড়িয়া মোড়ে দুই শতাধিক নারী-পুরুষকে মাথাপিছু ৫০০ গ্রাম করে সেমাই, চিনি, ৫০ গ্রাম খেজুর ও ২৫ গ্রাম করে কিসমিস, বাদাম ও গুড়াদুধ দেয়া হয় সংগঠনের পক্ষ থেকে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বানু। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু, সংগঠনের সভাপতি আতিকুল ইসলাম লাল, সাধারণ সম্পাদক আমির হোসেন, কোষাধ্যক্ষ আল-আমিন, সদস্য সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।
সংগঠনের সভাপতি আতিকুল ইসলাম জানান, সংগঠনের নিজস্ব তহবিল থেকে এসব ঈদ সামগ্রী বিতরন করা হয়।